# **Statement of Purpose নিয়ে সবকিছু (All About SOP)**
উচ্চশিক্ষার
জন্য এপ্লিকেশনের একটা অংশ হিসেবে আপনাকে একটা রচনা লিখতে হবে। That is
Statement Of Purpose. কিভাবে, কখন, কেন একটা নির্দিষ্ট বিষয়ে আপনার আগ্রহ
গড়ে উঠলো; আপনার এই বিষয়ে পড়ার যোগ্যতা কতটুকু; কেন ঐ ইউনিভার্সিটি
আপনার পছন্দ হয়েছে এবং এখানে পড়ার পর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী – এগুলো
হচ্ছে SOP এর বিষয়বস্তু।
**some basic features-**
> No. of Pages – no more than 2 (it can vary from school to school)
> Font – Times New Roman
> Font size – 12
> spacing – 1.5
এই
জিনিসটা খুব-খুব-খুবই জরুরি এবং ২/৩ মাস ধরে লেখা-সম্পাদনা-পুনঃসম্পাদনা
করা প্রয়োজন। অনেক সময় এটার ওপর ফান্ডিং হয়ে যায়। ভুলেও কোনোদিন নকল
করবেন না। তবে, একটা ফরম্যাট হয়তো আপনাকে সাহায্য করতে পারে। আমি আমার
নিজের SOP এবং সেটার একটা বিশ্লেষণ (প্রত্যেকটা প্যারাগ্রাফে কী লিখলাম,
কেন লিখলাম), সেটা শেয়ার করছি। আশা করি, আপনাদের কাজে লাগবে।
**To**
**School of Forest Resources**
**University of Arkansas at Monticello**
I
first started to give meticulous attention to environmental economics
when I started to work on my undergraduate dissertation. My advisor gave
me the opportunity to research on Environmental Kuznets Curve for
pollutants and causes of global warming, which later got published in
Energy Policy, Elsevier. I even got more excited when I practically
observed how economic practice can result in forest development or
exploitation by researching on indigenous Khasi community of Bangladesh
who depends only on Betel leaf culture for their livelihood. Knowledge
of these researches further increased my thirst to research on the
economics of natural resources.
> **Comments **–
একেবারে প্রথম প্যারাগ্রাফেই আমি বলে দিচ্ছি আমার রিসার্চ ইন্টেরেস্ট এর
ব্যাপারে। এটা এজন্য করলাম, কারণ যেহেতু আমি রিসার্চ করতে চাই Natural
Resource Economics নিয়ে, একজন faculty member যাতে শুরুতেই সিদ্ধান্ত নিতে
পারে পুরো SOP-টা তাকে পড়তে হবে কি হবেনা। যেমন – একজন Wildlife Biologist
অথবা Silviculture Specialist যদি পুরো এক পৃষ্ঠা পড়ার পর আবিষ্কার করে যে
এটা আসলে ইকোনোমিকস সংক্রান্ত, এটা তার সময়ের অপচয়। So, start with
clearly stating and justifying your interest. আপনার প্যাশনের কিছুটা
এখানে উল্লেখ করতে পারেন।
I entered into the realm
of Environmental Science through my admission at the undergraduate level
in the Institute of Forestry and Environmental Sciences under the
University of Chittagong, Bangladesh. This is considered the best higher
learning educational institution for environmental science in the
country. I finished the undergraduate page of my academic repertoire
with 3.48 on a scale of 4.00. My undergraduate course curriculum (total
192 credits) was balanced with courses of Microeconomic Theory and
Econometrics like Principles of Economics, Environmental Resource
Economics, Advanced Algebra and Trigonometry, Analytical Geometry and
Calculus, Statistics, Research Methodology, and several other related
courses that will help me in the pursuit of graduate study in
environmental economics. I secured more than 70% marks in almost all the
courses. Currently, I am working on “willingness to pay for living
without waste pollution”. Through this research, I am trying to acquire
comprehensive knowledge of the valuation technique which, I believe,
will help me in my desired study.
> **Comments
**– এরপর আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনি এই বিষয়ে হায়ার স্টাডি করার জন্য
কতটা উপযুক্ত। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, রিসার্চ এক্সপেরিয়েন্স নিয়ে
(বিনয় সহকারে) ভাব মারতে পারেন এখানে। ঐ বিষয়ে রিসার্চ করার জন্য প্রয়োজনীয়
অনার্স কোর্স আপনার ছিলো কিনা, থাকলে কি কি, সেগুলো বলতে পারেন। একাডেমিক
লাইফ বলতে অনার্স অথবা মাস্টার্স লাইফ-এর কথা বোঝাচ্ছি, এর নিচে (এইচএসসি’র
দিকে) যাওয়া লাগবে না।
I wish to continue my
research on the economics of energy; more precisely, wood-based
bioenergy. I would like to research remodeling the valuation approaches
of those resources to make it more apposite and just. My tentative
targets would be-
a. Facilitation of forest resource management for the diverse environments using quantitative tools.
b. Determination of a policy that best minimizes both environmental and economic loss while using key forest resources.
c. How will the market behave when a certain forest resource policy is introduced?
>
**Comments **– সামান্য কিছু স্পেসিফিকস, ফ্যাকাল্টি মেম্বারকে দেখানোর
জন্য যে এই ব্যাপারে আপনার more or less clear idea আছে। যতই চান, আপনার
ভবিষ্যত প্রজেক্ট নিয়ে সম্পূর্ণ পরিষ্কার আইডিয়া থাকা সম্ভব না, থাকলে আর
গ্র্যাজুয়েট স্টাডি করার দরকার কি? হি হি হি…… তাই, বেশি টেনশন করার দরকার
নেই।
It will be of most help in making sustainable
policy for my country’s forest resources. Being a resourceful developing
country overburdened with a huge population, Bangladesh needs to
utilize its resources with the highest efficiency. I hope to contribute
to the country’s natural resource management plan with my expertise
after I am done with my graduate study. The application of my research
will also have an impact on gauging the world’s natural resources
outside my country.
> **Comments** – এই
রিসার্চটার scope কেমন, কার কী কাজে লাগবে, সেগুলোর সামান্য বর্ণনা দেয়া
দরকার। সোজা কথায়, what is the big picture of your research?
My
research intention is to learn so that I can spread it. I dream to
become a faculty member in a university where I can continue my research
and teaching. To attain my goal, I need to make myself more efficient
in my doctoral study which can be attained by working in an amicable
environment, with obliging colleagues and extensive academic resources
along with my perseverance. I believe, School of Forest Resources is the
appropriate graduate school for me, as it provides all of the above
including superior education from the highly qualified faculty members
in the field of natural resource economics. Here, I wish to receive an
education that will give me both the technical skills and the
intellectual discipline to fulfill my dream of becoming a perfect
researcher and a teacher. My interest in resource economics drove me to
get involved in a number of relevant researches. I wish to continue
along the same route if I get the chance at the University of Arkansas
at Monticello.
> **Comments **– শেষের অনুচ্ছেদটা
দুটো মেইন পয়েন্ট কভার করবে। এক, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী। দুই, কেন এই
স্কুল এবং কেন এই প্রোগ্রাম আপনার জন্য বেস্ট ফিট। এই প্রশ্নগুলোর উত্তর
ভালোভাবে সাজানো জরুরি।
**লিখেছেনঃ ফরহাদ হোসেন মাসুম (nex top usa)**
No comments:
Post a Comment